জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ আলোচনা সভা, দোয়া মোনাজাত ও একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল ৪টায় চিংড়াখালী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার আলী আক্কাস বুলু।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, রায়েন্দা ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, চিংড়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগ সভাপতি আবু হাসান হাওলাদার, ইউপি সদস্য সোহেল খান ও কৃষকলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নান্টু।
আলোচনা শেষে মোরেলগঞ্জের পোলেরহাট থেকে ইন্দুরকানির অভিমুখে ৪ কিলোমিটার কাপেটিং রাস্তার উদ্ধোধন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার