কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শামলাপুর মৎস্য ঘাটে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে এসময় জেলে ও বিক্রেতারা অভিযানের খবর পেয়ে সটকে পড়ায় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ডে সূত্রে জানায়, বরিবার( ১০জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি আউটপোস্ট বাহারছড়ার কন্টিনজেন্ট কমান্ডার খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শামলাপুর মৎস্য ঘাটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয় এবং ৯০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন