নাটোরের নলডাঙ্গার বাঁশভাগ এলাকায় ভিজিএফ কার্ড দেয়ার আশ্বাসে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। আজ বাঁশভাগ গ্রামের আবুল হোসেনের ছেলে গ্রেফতারকৃত আনিসকে আদালতে প্রেরণ করা হয়।
গত বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ান ও সহযোগী বকুল হোসেন একই এলাকার আবেদ আলীর ছেলে বাঁশভাগ এলাকার এক গৃহবধূকে ভিজিএফ কার্ড করে দেয়ার আশ্বাসে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। সম্প্রতি ভিডিওটির বিষয়ে জানাজানি হলে গৃহবধূ নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন এবং নলডাঙ্গা থানা পুলিশ তদন্ত করে অভিযুক্তদের আটক করে।
এর আগে গত শুক্রবার মূল অভিযুক্ত ইব্রাহিম দেওয়ান ও সহযোগী বকুল হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
আনিসের গ্রেফতারের মধ্য দিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হলো তিন জনক। তবে আরেক অভিযুক্ত রেজাউল এখনও পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার