মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বগুড়ার ধুনট উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে ১০টি ইউনিয়নে ১০১টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাড়ি নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
গতকাল রবিবার বিকেলে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হাঁসখালি, ঘুগড়াপাড়া ও নিমগাছী ইউনিয়নের বড়ইতলী সহ বিভিন্ন ইউনিয়নে ভূমিহীনদের এসব নির্মিত বাড়িঘর পরিদর্শন করেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন আলম, ধুনট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টার, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ রানা, কালেরপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম তোতা, নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকার প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর