কিশোরগঞ্জের ভৈরবে বাসে আগুন লেগে চালক নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ভৈরব দুর্জয় মোড় সংলগ্ন বঙ্গবন্ধু স্মরণী এলাকায় বিসমিল্লাহ পরিবহনের একটি বাসে এই দুর্ঘটনাটি ঘটে।
ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে ভৈরব ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক আবুল হোসেন (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার খালিশার টেকের কিতাব আলীর ছেলে।
স্টেশন অফিসার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত। চালক বাসের ভেতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরে স্থানীয় লোকজন বাসে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে চালকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে। বিসমিল্লাহ পরিবহনের বাস ভৈরব থেকে ঢাকায় যাতায়াত করে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ভৈরবে অপর একটি বাসে আগুন লেগে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিডি প্রতিদিন/আবু জাফর