সিদ্ধিরগঞ্জে জান্নাতুল মাওয়া মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া আব্দুর রব সুপার মার্কেট এলাকায় এ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান (বিএসপির)। বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, জান্নাতুল মাওয়া মসজিদের মোতাওয়াল্লী মোঃ খলিলুর রহমান, মসজিদের উপদেষ্টা নোয়াব আলী।
জান্নাতুল মাওয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রবের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন আলী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ