সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিক খালেদুর রহমান টিটোর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ যোহর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মরহুমের হাজারো গুণগ্রাহী ও অনুসারীরা অংশ নেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে যশোর শহরের কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়।
ফুসফুসে ইনফেকশনজনিত কারণে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে ইন্তেকাল করেন প্রবীণ এই রাজনীতিক খালেদুর রহমান টিটো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন