কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার ৩০টি ইউনিয়নের ৬০ জন যুবক-যুবতীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম আরডিআরএস'র অফিস চত্বরে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র মো. কাজিউল ইসলাম। বেসরকারি উন্নয়ণ সংস্থা আরডিআরএস'র প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার সাহার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম সনাকের সভাপতি রওশন আরা চৌধুরী, মো. নজরুল ইসলাম, বিবিএফজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আরডিআরএস বাংলাদেশ'র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আয়োজনে জেলার ৩টি পৌরসভাসহ ৭৩টি ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত যুব ফোরামের সদস্যগণ পর্যায়ক্রমে এ সমাবেশে অংশগ্রণ করবেন। সমাবেশে বাল্য বিয়ে বন্ধে যুব সাংবাদিকতার মাধ্যমে জেলার শিশু সুরক্ষা নিশ্চিতকরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এতে যুব নেটওয়ার্কের মাধ্যমে বাল্য বিয়ে বন্ধে গ্রামীণ পর্যায়ে ইনফরমেশন ভিত্তিক কাজ করবে যুবক-যুবতীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ