সম্প্রতি নেত্রকোনায় বেড়ে যাওয়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অদক্ষ চালক ও ফিটনেস বিহীন যানবাহন চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।
বুধবার বিকালে জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমানের নির্দেশনায় জেলা শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাড়লা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় নেত্রকোনা ঢাকা ময়মনসিংহ সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহনের ফিটনেস ও চালকদের লাইসেন্স পর্যবেক্ষণ করা হয়। এ সময় ৮টি যানবাহনের চালককে অর্থদণ্ড দেয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। মোট সাড়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রেজাউল ইসলাম, বিআরটিএ কর্মকর্তা মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন