টাঙ্গাইলের নাগরপুরে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় ২ বছর পূর্তিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারী) রাতে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
আরও বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসাইন শাকিল, নির্বাহী প্রকৌশলী, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বর্তমান সরকারের বহুমুখী উন্নয়ন চিত্র তুলে ধরেন।
বিডি প্রতিদিন/ফারজানা