নড়াইলে হাতুড়িপেটায় গুরুতর আহত সানোয়ার হোসেন মোল্লা (৭০) নামে সাবেক এক ইউপি সদস্য যশোরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে। সানোয়ার হোসেন নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি ভুমুরদিয়া গ্রামের মৃত গনি মোল্লার ছেলে।
সানোয়ার হোসেনের ছেলে মাহবুর মোল্লা জানান, গত ১০ জানুয়ারি বিকেলে তার বাবা মোটরসাইকেলযোগে নড়াইল থেকে বাড়ি ফিরছিলেন। পথে দত্তপাড়ায় ফারুক, আজিজুর, এনামুল, ফরিদ, ইমরুলসহ আরও কয়েকজন পূর্বশত্রুতার জের ধরে তার পিতাকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং সানোয়ার মোল্লাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর চারটার দিকে মারা যান তিনি।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন খান বলেন, পাবলিক অ্যাসল্টের কারণে মারা যাওয়া একজনের মরদেহ পঙ্গু হাসপাতাল থেকে জেনারেল হাসপাতালে এসেছে। মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে। নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, মারপিটের ঘটনায় সানোয়ার হোসেন নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় যশোরে মারা গেছেন বলে শুনেছি। মৃতের স্বজনরা অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন