পঞ্চগড়ে জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সহকারিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক সহকারীর হাতে এসব কম্বল দেয়া হয়। জেলা জজের বিশেষ উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। জেলা আইনজীবী সমিতির আয়োজনে জেলা জজ মো. শরীফ হোসেন হায়দার আইনজীবী সহকারীদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় তিনি সবাইকে করোনাভাইরাস ঠেকাতে স্বাস্থ্যের প্রতি যত্ন নেয়ার আহবান জানান। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ ।
বিডি প্রতিদিন/আল আমীন