করোনা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সাংবাদিকদের এক অবহিতকরণ সভা বৃহস্পতিবার কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাক্তার মো. হেলাল উদ্দিন।
সিভিল সার্জন ডাক্তার মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রিসোর্স পারসন হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মো. মোস্তাফিজুর রহমান।
সভায় কি কি কারণে করোনা ও ডেঙ্গু হতে পারে এবং করণীয় ও প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠানের আয়েজন করে। এতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
বিডি প্রতিদিন/আল আমীন