ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ফিরোজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। দুপুরে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ মিয়া নয়াদিল গ্রামের উত্তর পাড়ার মৃত সিকান্দার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুর সোয়া ১২ টার দিকে দুধ বিক্রেতা ফিরোজ মিয়া রেল লাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন