ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব মাতুব্বরকে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর সাক্ষরিত এ প্রজ্ঞাপনে এ বরখাস্তের কথা জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব মাতুব্বরের বিরুদ্ধে পরস্পরের যোগসাজসে সরকারী বিভিন্ন প্রকল্পের ৬ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে স্থানীয় ভাবে তদন্তে তা প্রমানিত হয়। ফলে জেলা প্রশাসক ফরিদপুর বর্নিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০ অনুযায়ী ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন। মোতালেব মাতুব্বর কতৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কতৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারী করা হলো এবং তা অবিলম্বে কার্যকর করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন