বাংলাদেশ যাত্রা ফেডারেশন নীলফামারী জেলা কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সুধাংশু কুমার রায় ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল বারী নির্বাচিত হয়েছেন। শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা শেষে তাদের নাম ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাসান কবির শাহিন। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোহম্মদুল হক মুকুল, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার বুলবুল, মনোয়ার হোসেন মনো ও নারী বিষয়ক সম্পাদক লাভলী আহমেদ বক্তব্য দেন।
বীর মুক্তিযোদ্ধা সুধাংশু কুমার রায়ের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন আব্দুল বারী। জেলার ছয় উপজেলার যাত্রা শিল্পীরা এতে উপস্থিত ছিলেন। জেলা কমিটির সাধারণ সম্পাদক মতবিনিময়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে শহিদুল ইসলামের নাম ঘোষণা করেন প্রধান অতিথি।
বিডি প্রতিদিন/আল আমীন