রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার ভোরে স্থানীয় জেলে গোপাল হলদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে ২২ হাজার টাকায় স্থানীয় দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি বিক্রি করা হয়।
দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, সোমবার ভোরে পদ্মা যমুনার মোহনায় গোপাল হলদারের জালে ২০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে।
স্থানীয় আড়ত সর্বাধিক দামে ১১০০ টাকা কেজি দরে ২২ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই