১৮ জানুয়ারি, ২০২১ ১৪:২৬

লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে রাস্তার পাশের গাছে ঝুলন্ত অবস্থায় কাশেম আলী (২৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

তবে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন নিহতের পরিবার। নিহত কাশেম স্থানীয় আন্দার মানিক গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি জসিম ব্রিকস্ নামে স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। 

স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, গত তিন দিন স্থানীয় জসিম ব্রিকস ফিল্ডে ইট তৈরির কাজ শেষে ভোরে বাড়ি ফিরছিলেন ওই শ্রমিক। সকালে আন্দার মানিক এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছালে কে বা কাহারা তাকে হত্যার পর রাস্তার পাশে গাছের সাথে ঝুলিয়ে রাখে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা না আত্মহত্যা এখনি সঠিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর