২৩ জানুয়ারি, ২০২১ ১৬:৫৫

মুন্সীগঞ্জে ভূমিহীন ও গৃহহীন ৫০৮ পরিবার পেলো জমিসহ ঘর

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ভূমিহীন ও গৃহহীন ৫০৮ পরিবার পেলো জমিসহ ঘর

মুজিববর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জের ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ৫০৮ পরিবারেরে মাঝে ঘর বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার সকালে জেলার গজারিয়া উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহ বিতরণ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ভিডিও কনফারেন্সে সরাসরি মুন্সীগঞ্জ থেকে যুক্ত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডার বীর প্রতীক মো. রফিকুল ইসলাম।

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুন্সীগঞ্জ জেলায় প্রথম পর্যায়ে ক শ্রেণীভুক্ত দুই হাজার ১৭৩ টি পরিবারের মধ্যে ৫০৮টি পরিবারের মাঝে আজ ভূমি ও গৃহ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ৫০৮ জনের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর