মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফরহাদ ওই গ্রামের তফেল উদ্দিনের ছেলে।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংজুড়ি ইউনিয়নের বাইলজুড়ি গ্রামে এদুর্ঘটনা ঘটে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন ফরহাদ হোসেন। এসময় রাস্তার পাশে থেমে থাকা একটি অটোবাইকের সাথে তার মোটরসাইকেলটি ধাক্কা খায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন