কুষ্টিয়ায় আলাদা ঘটনায় আমিরুল ইসলাম ও ক্যারাই বিশ্বাস নামে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালে কুমারখালী উপজেলার ভড়ুয়াপাড়া মাঠের সষ্যক্ষেতে আমিরুল ইসলাম সবুর (৪৩) নামে এক কৃষকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। রোববার রাতে আমিরুল বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও মৃত্যুর কারন অনুসন্ধান করছে পুলিশ।
এদিকে কুষ্টিয়া সদর উপজেলার সুগার মিল এলাকার মরাগড়াই খাল থেকে ক্যারাই বিশ্বাস নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ক্যারাই বিশ্বাসের বাড়ি কুষ্টিয়া সুগার মিল এলাকার কাটাজুলাপাড়ায়।
পুলিশ মরদেহ দু’টি উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার