২৬ জানুয়ারি, ২০২১ ১৫:৫০

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল সাইকেল

শেরপুর প্রতিনিধি

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল সাইকেল

শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির বরাদ্দকৃত অর্থায়নে সোমবার বিকেলে এসব সাইকেল বিতরণ করে উপজেলা প্রশাসন।

উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফিস মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা সমস্যা তুলে ধরে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০ জন শিক্ষার্থীর হাতে একটি করে বাইসাইকেল তুলে দেয়া হয়। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর