রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নৈশপ্রহরী সরকারি জাল রেভিনিউ স্টাম্পসহ আটক হয়েছে।
রবিবার দুপুরে মেট্রোপলিটন ডিবি পুলিশ নগরীর বিআরটিএ অফিসের নিকট এক চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার ১০ টাকা মূল্যমানের ১ হাজার ৬’শ জাল রেভিনিউ স্টাম্প উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিআরটিআই অফিসের নিকটবর্তি একটি চায়ের দোকানে সামনে জাল রেভিনিউ স্টাম্প বিক্রির সময় নগরীর মুন্সিপাড়ার এলাকার মোসলেম উদ্দিনের পুত্র হাসানুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ টাকা মূল্যমানের ১৬০০ পিস রেভিনিউ স্টাম্প উদ্ধার করা হয়। যার মূল্য ১৬ হাজার টাকা। সে জেলা প্রশাসকের কার্যালয়ে নৈশ প্রহরীর কাজের আড়ালে জাল স্টাম্প বিক্রি করছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন