খুলনার আটরা শিল্প এলাকার আলীমগেটের সামনে একটি পাটের খড়ির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে খানজাহান আলী ফায়ার সার্ভিস টিম প্রায় চল্লিশ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
গোডাউনের মালিক মো. আলম গাজী জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
খানজাহান আলী ফায়ার সার্ভিসের টিম লিডার সোয়াইব হোসেন মুন্সি জানান, নিয়মিত টহলদল ইষ্টার্নগেট এলাকায় যাওয়ার পথে আগুন দেখে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ