দিনাজপুরের নবাবগঞ্জের সাথে রংপুরের পীরগঞ্জ উপজেলার সংযোগ স্থলের দারিয়া গ্রামের আঞ্চলিক সড়কে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার হচ্ছে ৫০ গ্রামের কয়েক হাজার মানুষ। সেতুুটি ভেঙে পড়ে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দারিয়া গ্রামে একটি বিলের উপর এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করে হাজার হাজার মানুষ। সেতুটির দু’পাশের ৫০ গ্রামের মানুষের দাবি সেতুটি পুনঃনির্মাণের। দীর্ঘদিন থেকে এই দাবি জানানো হলেও কোন সাড়া পাননি বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিম বাদশা।
স্থানীয়রা জানায়, ১৯৬৭-৬৮ অর্থ বছরে ওই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মরহুম সলিমুদ্দিন সেতুটি নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে ব্যবহৃত সেতুটি সংস্কার ও মেরামতের অভাবে সেতুর একাধিক স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার সাথে সংযোগ স্থল হিসেবে দারিয়া সেতুটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
নবাবগঞ্জের মাহমুদপুর ইউপি চেয়ারম্যান জানান, সেতুটি নির্মাণের জন্য এলজিইডির দিনাজপুর জেলার নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেতুটি পরিদর্শন করেছেন। অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
তিনি আরও জানান, সেতুটি পুনঃনির্মাণ হলে রংপুরের পীরগঞ্জ উপজেলার কয়েকগ্রাম ছাড়াও নবাবগঞ্জের মাহমুদপুর ইউনিয়নের সকল গ্রামসহ দাউদপুর ভাদুরিয়া, রানীগঞ্জ, ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ, নবাবগঞ্জ বাংলাহিলি হয়ে জয়পুরহাট, বিরামপুর হয়ে দিনাজপুরসহ গোটা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির