দিনাজপুরেরর বীরগঞ্জে লিচু বাগান হতে মো. আফজাল হোসেন নামে এক অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মৃত মো. আফজাল হোসেন (২৫) দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউপির দীপনগর গ্রামের মো. আনসার আলীর ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম সিংড়ার ডাঙ্গা এলাকার প্রমোদ রায়ের লিচু বাগান হতে ওই মৃতদেহ উদ্ধার করে।
বীরগঞ্জ থানার এসআই আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মৃতদেহ মো. আফজাল হোসেন কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দীপনগর গ্রামের মো. আনসার আলীর ছেলে এবং পেশায় একজন অটো চালক। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তার অটো নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে হত্যা করে লিচু গাছে মৃতদেহ ঝুলিয়ে দিয়ে যায়। তবে পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন