কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং এলাকা থেকে ইসমাঈল ও নুরুল আমিন নামে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল উপজেলার হোয়াইক্যং বাজারের মোস্তাক আহমদ চৌধুরী মার্কেটের ভাই ভাই মোবাইল শপে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ওই এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ ইসমাঈল (২০) এবং নুরুল আলমের ছেলে নুরুল আমিনকে (১৮) আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবা, ব্যবহৃত মুঠোফোন ও কিছু নগদ টাকা পাওয়া যায়।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        