বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই পণ্ড হয়ে গেছে। শনিবার মুক্তিযোদ্ধাদের একটি বড় অংশের আপত্তি ও বাধার কারণে যাচাই-বাছাই কার্যক্রম বন্ধ হয়ে যায়।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক একদিনের ব্যবধানে যাচাই-বাছাই কমিটির সভাপতি পরিবর্তন করে পত্র জারি করায় এ অবস্থার সৃষ্টি হয়।
জামুকা গত ২৬ জানুয়ারি মোরেলগঞ্জের ১১৬ জন মুক্তিযোদ্ধার কাগজপত্র ও সাক্ষী যাচাই-বাছাইয়ের জন্য লিয়াকত আলী খানকে সভাপতি করে পত্র জারি করে। এর একদিন পরে ২৮ জানুয়ারি মো. সরোয়ার হোসেনকে সভাপতি করে পুনরায় পত্র জারি করা হয়।
সে অনুযায়ী মো. সরোয়ার হোসেন শনিবার সকাল ১০টা যাচাই-বাছাই কার্যক্রমের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে সেখানে মুক্তিযোদ্ধাদের একটি অংশের বাধার মুখে পড়েন।
এ বিষয়ে প্রথম পত্রের সভাপতি লিয়াকত আলী খান বলেন, মুক্তিযোদ্ধারা সরোয়ার হোসেনের সভাপতিত্ব যাচাই-বাছাই প্রক্রিয়া বর্জন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, দ্বিতীয় দফায় গঠিত কমিটির সভাপতিকে মুক্তিযোদ্ধাদের একটি অংশ মেনে না নেওয়ায় আয়োজন থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এমআই