হাওর অধ্যুষিত পিছিয়ে থাকা সুনামগঞ্জ জেলার সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে জেলায় প্রথম করোনাভাইরাসের টিকা নেবেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
রবিবার সকাল ১০ টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থাপিত টিকাদান কেন্দ্র থেকে করোনাটিকা গ্রহণ করবেন তিনি। পরবর্তীতে টিকা নেবেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক, বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক, পুলিশ সুপার, সিভিল সার্জন প্রমুখ।
জেলা সিভিল সার্জন কার্যলয় থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে দুপুরে ছাতকে করোনাভাইরাসের টিকা প্রদান করা হবে বলে জানা গেছে।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, রবিবার থেকে সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার ৩৮ টি কেন্দ্র থেকে করোনাভাইরাসের টিকা প্রদান করা হবে। শুরুতে সম্মুখসারি যোদ্ধা হিসেবে খ্যাত চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যদের টিকা প্রদান করা হবে।
সিভিল সার্জন ডা. মো. শামসউদ্দিন জানান, জনপ্রতিনিধি, ডাক্তার-নার্স, প্রশাসন, পুলিশ ও বিজিবির কর্মকর্তাদের টিকা প্রদানের মাধ্যমে জেলায় টিকাদান কর্যক্রম উদ্বোধন করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন