চুয়াডাঙ্গায় সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসানের শরীরে করোনা ভাইরাসের টিকা প্রয়োগের মাধ্যমে করোনা প্রতিরোধক টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
ডা. এএসএম মারুফ হাসান জানান, ইতিমধ্যেই চুয়াডাঙ্গা জেলায় এক হাজারের বেশি মানুষ টিকা গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। প্রথম দিন জেলার ৩৫০ জন আগ্রহীকে টিকা প্রয়োগ করা হবে। তিনি আরো জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, পুলিশ হাসপাতাল, বিজিবি হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদানের উদ্যোগ নেয়া হয়েছে। এসব কেন্দ্রে কেবলমাত্র রেজিস্ট্রারভুক্ত মানুষকে টিদা প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন