সিরাজগঞ্জে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিস্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে প্রথম টিকাগ্রহণ করে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না।
এসময় জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, হাসপাতালের তত্বাবধাক ডা. সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম ও সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা করোনা প্রতিরোধে সকল ভয়ভীতি ও কুৎসা রটনা থেকে বিরত থেকে করোনা প্রতিরোধে টিকাগ্রহণের আহ্বান জানান।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ ৩৬টি বুথে স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদান করবেন। তবে জেলা ৯৬ হাজার ডোজ থাকলেও মাত্র ৩ হাজার ৩৪৮জন টিকাগ্রহণের জন্য নিবেদ্ধন করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ