মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত হয়েছেন অন্তত ৮ জন। রবিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ বিরঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শিশুবর ভক্ত (৪৫), সুচিত্রা ভক্ত (৩২), প্রকাশ ভক্ত (২৮), বাবুল ভক্ত (৫০), শোভা রানী ভক্ত (৫০), নিদ্রা ভক্ত (৪৫), ঝন্টু মন্ডল (৩৮) ও ইন্দ্রজিৎ মন্ডল (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার দক্ষিণ বিরঙ্গল গ্রামের শিশুবর ভক্ত। এ সময় তাকে একা পেয়ে পূর্ব শক্রতার জেরে নিতাই মন্ডল তার সমর্থকদের নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হয় শিশুবর। পরবর্তীতে দ্বিতীয় দফায় সন্ধ্যায় শিশুবর ভক্তের বাড়িতে এসেও হামলা চালায় প্রতিপক্ষ নিতাই মন্ডল ও তার সমর্থকরা। এতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম জানান, আহতরা সবাই হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন