দিনাজপুরের ফুলবাড়ীতে রফিকুল ইসলাম (৩২) নামে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের মধ্য সুলতানপুর গুচ্ছ গ্রামে নিজ ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রফিকুল ইসলাম (৩২) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পুর্ব বাজিতপুর গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, নিহত রফিকুলের পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে সকাল ৮টায় ঘটনাস্থলে রফিকুলের শয়ন কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তর জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার