জয়পুরহাটে মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে গ্রামীণ অসচ্ছল পরিবারকে আত্মকর্মসংস্থানের জন্য ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।
আজ বুধবার জয়পুরহাট জেলা পরিষদ চত্বরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পৌরসভা, তুলসীগঙ্গা ও বড়তারা ইউনিয়নের ২০ জন দরিদ্র চালককে এসব ভ্যান গাড়ি দেওয়া হয়।
এসময় জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইমাম হাশেম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মিঠু।
এছাড়াও সময় জেলার ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ফুটবল দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষকদের মাধ্যমে।
বিডি প্রতিদিন/আবু জাফর