সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কৃষকের সবজি বাগান থেকে সাতটি ককটেল ও ৩১টি টিনের তৈরী ঢাল উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মজনু প্রামানিকের বাড়ির পাশে সবজি বাগান থেকে র্যাব ও পুলিশ এসব উদ্ধার করেন।
পুলিশ বলছে, গ্রামটিতে মাঝে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হয়তো প্রতিপক্ষকে ফাঁসাতে কেউ এমন কাজ করেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, সকাল আটটার দিকে কৃষক মজনুর প্রামানিকের স্ত্রী আঞ্জুয়ারা সবজি বাগানে লাউ ও বেগুন গাছ রোপন করতে যায়। এসময় ক্ষেতের মধ্যে মাটির হাড়ির মধ্যে লালটেপ দিয়ে মোড়ানো ককটেলগুলো দেখতে পায়। ভয়ে মজনুর স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর বিষয়টি তার স্বামীসহ এলাকাবাসীকে জানায়।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রেখে সাতটি ককটেল ও ৩১টি ঢাল উদ্ধার করা হয়েছে। তবে ককটেলগুলোকে বিস্ফোরণের চেষ্টা করা হয়েছিল কিন্তু বিস্ফোরণ হয়নি। হয়তো প্রতিপক্ষকে ফাঁসাতে কেউ এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ