সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর গার্ডারে ফাটল দেখা দেয়ার দীর্ঘ ২৮ দিন পর মেরামত শেষে সব ধরণের যানচলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। গত ১৩ জানুয়ারি সেতুতে ফাটল দেখা দেয়ার পর ওই দিন দুপুর থেকেই যানচলাচল বন্ধ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার দুপুর সোয়া ২ টার দিকে আমিনবাজার সালেহপুর সেতু সংস্কারের পর সব ধরণের যানচলাচলের জন্য উন্মুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপদ বিভাগ (সওজ এর) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন বিষয়টি নিশ্চিত করেন।
এই কর্মকর্তা বলেন, চার সপ্তাহ মেরামত কাজ শেষে আজ সালেহপুর সেতু উন্মুক্ত করে দেয়া হয়েছে। আজ থেকে সব ধরণের যানবাহন এই সেতুতে দিয়ে চলাচল করতে পারবে। গতকাল দ্বিতীয় সালেহপুর সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন।
বিডি প্রতিদিন/আল আমীন