ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে অটোরিকশা করে বাড়ি ফেরা হলো না নুরী আক্তার নামের এক শিশুর। বালু ভর্তি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই নুরী নিহত হয়। এ সময় তার সঙ্গে অটোরিকশায় থাকা নানা আব্দুর রশিদ ও রিকশা চালক হবিবর রহমান গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার মোগলহাট ইউপির মোগলহাট-লালমনিটহাট সড়কের ভাটারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরী আক্তার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউপির দক্ষিণ গোবদা (ভিতরকুঠি) গ্রামের নজির হোসেনের শিশু কন্যা। নুরী একই উপজেলার ভেলাবাড়িতে তার নানা আব্দুর রশিদের বাড়িতেই থাকতো। বাবা নজির হোসেন ঢাকায় থাকেন।
লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, ঘটনার পর পরই সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ট্রাক্টর ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘাতক ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        