ময়মনসিংহের গৌরীপপুর উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বর থেকে বুধবার ভোরে অ্যাম্বুল্যান্স চুুরির ঘটনা ঘটেছে। অ্যাম্বুল্যান্স মালিক কামাল মিয়া এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ব্যক্তিগত উদ্যোগে কামাল মিয়া এ অঞ্চলের মানুষকে অ্যাম্বুল্যান্স সেবা দিয়ে আসছিলেন বলে জানা যায়।
জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে প্রতিদিনের মতো অ্যাম্বুল্যান্স উপজেলার সদরের বঙ্গবন্ধু চত্বরে রেখে যান। বুধবার সকাল ৮টায় এসে দেখেন অ্যাম্বুল্যান্স নেই।
গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় সাধারণ ডায়রি হয়েছে। উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার