নোয়াখালীর সুধারামে খামারের তালা ভেঙে চারটি গুরু চুরি করেছে সংঘবদ্ধ চোরেরা। বৃহস্পতিবার ভোররাতে সুধারামের পশ্চিম এওজবালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীর দাবি, ৮ লাখ টাকার এই গরুর খামারটি ছিল পরিবারের একমাত্র সম্বল। দুইটি গাভী প্রতিদিন ১০ কেজি করে দুধ দিত। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। পরে এ ঘটনায় বাবুল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সুধারাম মডেল থানায় একটি এজাহার দাখিল করেছেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, এদিন বাবুল বাড়িতে ছিলেন না। রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে আনুমানিক ভোর ৪টার দিকে চোরেরা খামারের চারটি গরু পিকআপ করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ হোসেন বলেন, ঘটনার দিন আমি ছিলাম না। তবুও তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই