মহেশখালীর মাতারবাড়িতে একটি ঠিকাদার প্রতিষ্ঠানে কাজ করার সময় ৯ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শনিবার বিকালে মাতারবাড়ি নতুন বাজার ও বাংলাবাজার থেকে তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ জানান, গোপন সূত্রের খবরে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মাতারবাড়ি পুলিশ ক্যাম্পে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মহেশখালী ইউএনও মাহাফুজুর রহমান বলেন, আটক ৯ রোহিঙ্গাকে পুলিশে দেওয়ার জন্য মাতারবাড়ি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার