কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসকসহ সাংবাদিক নেতৃত্ববৃন্দ।
নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, দেশ ও জাতির কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাই দায়িত্ব পালনে আপনাদের (সাংবাদিক) আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
আজকের মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাংবাদিক নুর আলম দুলাল, সাজ্জাদ রানা, তৌহিদী হাসান শিপলু ও হাসান আলী।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীসহ স্থানীয় সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/আবু জাফর