মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের তিন ভাষা বীরকে সম্মাননা দিয়েছে সিটি প্রেসক্লাব রংপুর।
বৃহস্পতিবার দুপুরে ক্লাব কার্যালয়ে ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল, মীর আনিসুল হক পেয়ারা ও আশরাফ হোসেন বড়দাকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী। অনুষ্ঠানের শুরুতে সকল ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ যন্ত্রের সুরে জাতীয় সংগীত পরিবেশন করেন বিটিভি রংপুরের প্রতিনিধি ও গিটারিস্ট হাবিবুর রহমান।
রংপুর সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, কার্যকরী সদস্য জুয়েল আহমেদ, ভাষা সৈনিক মীর আনিসুল হক পেয়ারার কন্যা সাহিনা সুলতানা প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন