আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাগেরহাটের মোরেলগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহমা ছাবুল, থানার ওসি মো. মনিরুল ইসলাম শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এছাড়াও পৌরসভা, সরকারি এসএম কলেজ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ফায়ার সার্ভিস, উপজেলা স্কাউট ও প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ হতে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার