খাগড়াছড়ি তথা পার্বত্য অঞ্চলের প্রবীণ শিক্ষাবিদ ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উপদেষ্টা অনন্ত বিহারী খীসা পরলোক গমন করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০। তিনি এক মেয়ে তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
তিনি দীর্ঘদিন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখান থেকে তিনি তার কর্মজীবন শেষ করেন।
তার মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসাপ্রু চৌধুরী (অপু), পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী ও সনাক সভাপতি ব্যোধি সত্ত দেওয়ান, সাবেক মেয়র রফিকুর আলম শোক প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন