কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সহ-সভাপতিসহ ১০টি পদে সম্মিলিত সমন্বয় পরিষদ জয়লাভ করেছে। আর সাধারণ সম্পাদকসহ চারটি পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার (৪ মার্চ) জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
সম্মিলিত সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি শাহ আজিজুল হক, সহ-সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সরকার ও আ. রশীদ ভূঞা, সহ-সাধারণ সম্পাদক পদে ফজলুর রহমান সোহেল, লাইব্রেরি সম্পাদক জেসমিন আক্তার মনি, অডিটর পদে খন্দকার ইয়াকুব ফয়সল এবং সদস্য পদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তারা হলেন- মমিনুল হক লিটন, মোহাম্মদ আবু সায়ীম, এম. আব্দুর রউফ ও আবু সাদাত মোহাম্মদ সায়েম।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন- সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক পদে মাহফুজুল করীম বাবু, সাংস্কৃতিক সম্পাদক পদে এ. এম. সাজ্জাদুল হক এবং সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মোকাছ উদ্দিন ভূঞা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত