৭ মার্চ, ২০২১ ১৬:০৭

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০ নম্বর গারুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়রম্যান এএসএম জুলফিকার হায়দারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। 

গত শনিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন চলাকালে তাদের বাধা দেয় চেয়ারম্যানের অনুসারীরা। এ সময় সংবাদকর্মীরা প্রতিবাদ করায় চেয়াম্যানের অনুসারীরা প্রেসক্লাব ত্যাগ করে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গারুড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য আলাউদ্দিন হাওলাদার চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গভীর নলকূপের জন্য ৩০ হাজার টাকা গ্রহণ, গৃহহীনদের সরকারি ঘর দেওয়ার জন্য উৎকোচ গ্রহণ, ভিজিএফ ও ভিজিডি’র চাল এবং বিশেষ ধর্মীয় উৎসবে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বরাদ্দের চাল আত্মসাৎ এবং বিধবা, প্রতিবন্ধী ও বয়স্কদের ভাতার কার্ড দেয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ করেন। এতে ওই ইউনিয়নবাসী সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা এসব অভিযোগ তদন্ত অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ সময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর