৮ মার্চ, ২০২১ ২১:০৪

সাংবাদিক ডাক্তারসহ বগুড়ায় ১২ নারীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সাংবাদিক ডাক্তারসহ বগুড়ায় ১২ নারীকে সংবর্ধনা

সমাজে নানা অবদানে নিজের বলিষ্ঠ ভূমিকার প্রেক্ষিতে বগুড়ায় সাংবাদিক, ডাক্তারসহ বিভিন্ন পেশার ১২ নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে বিশ্ব নারী দিবসে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে নারী সমাবেশে ১২ নারীকে সম্মাননা দেয়া হয়।

জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশ্ব নারী দিবসে বগুড়া পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে সংবর্ধনা পাওয়া নারীরা হলেন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার হাফিজা সুলতানা বীনা, শেয়ার বিজ পত্রিকার বগুড়া প্রতিনিধি এবং করোনা ও বগুড়া পরিস্থিতি গ্রুপের ভলেন্টিয়ার মাহবুবা পারভিন লুনা,  আলোকিত বগুড়ার নির্বাহী পরিচালক ফেরদৌসী আক্তার রুনা, গাবতলী উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মরত জেন্ডার প্রমোটার জেমী খাতুন, শেরপুর থানার মহিলা কনস্টেবল রোকেয়া খাতুন, ঢাকা ভার্সিটির শিক্ষার্থী মাসুমা মরিয়ম, জাতিসংঘ কর্মী ইউএনপিএফ এর বগুড়ার জেলা ফ্যাসিলিটাটর তামিমা নাসরিন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উলফাত আরা ইমু, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উম্মে হাতুল জান্নাত, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেবা বৈরাগী, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স প্রতিমা বালা এবং করোনা ও বগুড়া পরিস্থিতি গ্রুপের সমন্বয়ক থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রানী পূর্ণিমা।

সংবর্ধনা পাওয়া প্রতিটি নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। জেলা পুলিশ আয়োজিত নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়ার অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর পরিচালনায় সমাবেশে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, মোতাহার হোসেন, গাজীউর রহমানসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ও ৩ শতাধিক মহিলা নারী সমাবেশে উপস্থিত ছিলেন।নারী সমাবেশ শেষে অতিথিরা সংবর্ধিতদের সাথে ফটোসেশনে অংশ নেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর