জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
ফায়ার ফাইটার আবু হাসান খানের সঞ্চালনায় মহড়ায় আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম, চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আলী আকবর ও স্টেশন অফিসার রুবেল মিয়াসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্য ও সাধারণ জনগণ।
বিডি প্রতিদিন/আল আমীন