বাগেরহাটে ইলিশের বিচরণ ও প্রজননক্ষেত্র সমূহের পরিবর্তনের ধরণ শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার দুপুরে বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে শুরু হওয়া এই কর্মশালার উদ্বোধন করেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. খলিলুর রহমান, চাঁদপুরস্থ নদী ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবুল বাসার, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, মোধ শরিফুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণে ইলিশ গবেষণার সাথে জড়িত বৈজ্ঞানিক কর্মকর্তা, জেলে ও মৎস্য ব্যবসার সাথে জড়িতরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন