ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় মাদক ব্যবসায়ী মো. জামাল হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন। মো: জামাল হাওলাদার ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মিনহাজ হাওলাদারের ছেলে।
বুধবার এই আদালতের বিচারক শেখ. মো: তোফায়েল হাসান এই রায় ঘোষণা করেন।
এ সময় জামিনে থাকা সাজাপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিল। ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ৯টায় জামাল হাওলাদারের বসতবাড়িতে অভিযান চালায় এবং তার হেফাজত থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
এ ব্যাপারে র্যাবের ৮ বরিশাল ডিএডি নাদের আলী বাদী হয়ে ৯ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত কর্মকর্তা এস আই আ: বারেক ২৯ মার্চ ২০১২ আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সরকার পক্ষে অতিরিক্ত পিপি আ স ম মোস্তাফিজুর রহমান ও আসামিপক্ষের আ. আলীম মামলা পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার